করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন। খবর বিবিসির।
রবিবার (২২ নভেম্বর) থেকে ৫২ বছর বয়সী রাজা ১০ দিনের জন্য আলাদা থাকছেন বলে রাজপরিবারের একাধিক সূত্র নিশ্চিত করে।
এদিন করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। রাজা কোয়ারেন্টাইনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে আসলেও শীত মৌসুমে দেশটিতে মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
এখন পর্যন্ত স্পেনে ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন।