শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

শক্তি ছাড়া শান্তি অসম্ভব: নরেন্দ্র মোদি

শক্তি ছাড়া শান্তি অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি’র প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার (২৪ অক্টোবর) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কারগিলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

অনুষ্ঠানে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার যুদ্ধকে সবসময় শেষ বিকল্প হিসাবে বিবেচনা করে বলেও জানিয়েছেন তিনি। মোদি বলেছেন, আমরা সবসময় যুদ্ধকে শেষ বিকল্প হিসাবে বিবেচনা করি। আর এই যুদ্ধ লঙ্কা অথবা কুরুক্ষেত্রে হোক না কেন, শেষ পর্যন্ত তা ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। আমরা বিশ্ব শান্তির পক্ষে।

ভারতের সামরিক বাহিনীর সৈন্যদের নিজ পরিবার হিসাবে বলে উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, তাদের (সৈন্যদের) ছাড়া ভালো দীপাবলি উদযাপন করা যায় না। সৈন্যদের সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি। বলেছেন, পাকিস্তানের সঙ্গে এমন কোনও যুদ্ধ নেই, যেখানে কার্গিল জয়ের পতাকা উত্তোলন করা হয়নি।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন বিশ্বজুড়ে সম্মানিত। আপনারা আমাদের সীমান্ত রক্ষা করেন। আমরা শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করি। যদি আমাদের চ্যালেঞ্জ জানানো হয়, সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী জানে কীভাবে শত্রুকে তাদের নিজস্ব ভাষায় যথাযথ জবাব দিতে হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img