শেখ আশরাফুল ইসলাম | শিক্ষার্থী: ইনসাফ সাংবাদিকতা কোর্স
ইনসাফের অর্ধযুগ পার করে ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ।
ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ৬ বছর অবিচলতা ও নির্ভরতার ওপর অটল থেকে এই গণমাধ্যম দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। আস্থা কুড়িয়েছে সর্বসাধারণের। সংবাদ প্রচারে দেশ ও জাতির কাছে সূক্ষ্মভাবে দায়বদ্ধতার স্বাক্ষর রেখেছে ইনসাফ। সংবাদে স্বচ্ছতা বজায় রেখে ইনসাফিয়াত কায়েমে জোর ভূমিকা পালন করে চলেছে এই সংবাদমাধ্যমটি। হলুদ সাংবাদিকতার বিপরীতে গুণগত মানসম্পন্ন সাংবাদিকতারও দৃষ্টান্ত স্থাপন করেছে ইনসাফ।
একজন পাঠক হিসেবে আমি সর্বাবস্থায় ইনসাফের মঙ্গল কামনা করি।