সোমবার, মে ৬, ২০২৪

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (এনইউএসসি)-কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও ইরান।

বুধবার (২৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে দেশ দুটি।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলী আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশ দুটি বলেছে, গাজ্জায় অমানবিক অবরোধের ফলে ব্যাপক মৃত্যু ও ধ্বংসের পাশাপাশি লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে।

তিন দিনের সফরে পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে যাওয়ার পর এক যৌথ বিবৃতিতে ইসরাইলকে অবৈধভাবে প্রতিবেশী বলে অভিযুক্ত করেছে পাকিস্তান ও ইরান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img