সোমবার, মে ৬, ২০২৪

গাজ্জার অর্ধেক জনসংখ্যা অনাহারে : জাতিসংঘ

গাজ্জার অর্ধেক জনসংখ্যা অনাহারে এবং তাদের যে সাহায্য দেওয়া হচ্ছে তা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানির মতো বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বুধবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপি বলেছে গাজ্জার জনসংখ্যার অর্ধেক আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে।

সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, ডব্লিউএফপি যখন প্রতি মাসে গাজ্জায় ১ মিলিয়নেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে, তখন প্রয়োজন এতটাই তীব্র ছিল যে- এই ধরনের প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো।

এদিকে জাতিসংঘের খাদ্য ত্রাণ সংস্থাও বলেছে, অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন।

সূত্র : আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img