বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

উইঘুর মুসলিমদের ওপর চীনের অত্যাচারকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিল বৃটেন

উইঘুর মুসলিমদের ওপর চীনের অত্যাচারকে গণহত্যা হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ হাউজ অব কমন্স। এর আগে চীনের কমিউনিস্ট সরকারের অত্যাচারকে গণহত্যা হিসেবে ঘোষণা দেয় নেদারল্যান্ড, কানাডা ও আমেরিকা।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারকে ব্রিটিশ হাউজ অব কমন্সে গণহত্যা আখ্যা দিয়ে একটি বিল পাশ হয়।

এই ঘটনাকে ব্রিটিশ পার্লামেন্টের ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন পার্লামেন্টের সদস্য টরি স্যার আইইন ডানকান স্মিথ।

অন্যদিকে, চীন বলছে, বৃটেনের উচিত হবে নিজেদের ভুল সংশোধন করা।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, দশ লাখেরও অধিক উইঘুর মুসলিমকে চীন সরকার জিনজিয়াং প্রদেশের পুনর্বাসন কেন্দ্রে বন্দি রেখে নিপীড়ন করে আসছে।

এ ধরনের একাধিক অভিযোগ ও প্রমাণ রয়েছে বলে সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img