সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

১ হাজার ২০০’র বেশি মাদকের কারখানা ধ্বংস করেছে আফগানিস্তান

তালেবানের নেতৃত্বাধীন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ২০০ এরও বেশি মাদকদ্রব্য প্রস্তুতকারক কারখানা ধ্বংস করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তরের প্রধান হাসিবুল্লাহ আহমাদি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান আফগান সরকার।

তিনি আরো জানান, আফগানিস্তানে মাদক পাচার, চাষ ও এর ব্যবসা প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এখনো যারা গোপনে মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে জড়িত রয়েছেন তাদের সতর্ক করে আহমাদি বলেন, “এখনও মাদকের চাষ, পাচার ও ব্যবসায় যারা জড়িত রয়েছেন, সেই সকল ব্যক্তিদের বিচারিক ও আইনি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img