গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলাম মানেই রাজনীতি, রাজনীতি থেকে ইসলামকে আলাদা করে দেখার সুযোগ নেই। কোনো মুমিন ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ।
রোববার (২৪ জানুয়ারি) মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত এক দুআ-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএস আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, আহমেদ আলী রুশদী, অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক বসির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাজ্জাদুর রহমান মামুন, জৈনুদ্দিন মোড়ল, তাজুল ইসলাম বেপারী, শামসুদ্দোহা সরকার তাপস, মইজ উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।