গাজ্জার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের ৭০ শতাংশ স্থাপনা ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
দৈনিক হারেতজে প্রকাশিত এক নিবন্ধে ইসরাইলি সামরিক বিশ্লেষক অ্যামোস হ্যারেল এ বিষয়টি তুলে ধরেন।
অ্যামোস হ্যারেল লেখেন, ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের ফলে জাবালিয়া বর্তমানে একটি ‘ভূতুড়ে শহরে’ পরিণত হয়েছে। এখন সেখানে শুধু উদ্ভ্রান্ত কুকুরের দলকে আবর্জনার ভেতরে খাবার খুঁজে ফিরতে দেখা যায়।
তিনি বলেন, যতদূরে চোখে দেখা যায় ততদূর মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তূপ চোখে পড়ে। জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে চোখ ফেরানো কঠিন। আমি দেখতে পেলাম অবশিষ্ট ভবনগুলিও মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ইসরাইলি সামরিক বাহিনী এর আগেও দুইবার জাবালিয়ায় অভিযান চালিয়েছে তবে এবার তারা শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে।
সূত্র: পার্সটুডে