সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

গাজ্জা এখন মানবতার গোরস্থান : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকাকে মনবতার গোরস্থান বলে আখ্যায়িত করেছে জতিসংঘসহ একাধিক সংস্থা।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, গাজ্জার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে বসবাসরত মানুষের কাছে জীবনযাপন মানে মৃত্যুর সাথে লড়াই করার সমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) গাজ্জা বিপর্যস্ত পরিস্থিতি তুলে ধরেন জাতিসংঘের কর্মকর্তারা।

জাতিসংঘের কর্মকর্তারা বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকা বর্তমানে একটি মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। সেখানে বসবাসরত মানুষরা প্রতিনিয়ত খাবারের জন্য কাঁদছে এবং এক টুকরো গরম খাবার তাদের কাছে এক ধরনের কল্পনা হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ-এর প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, গাজ্জাবাসির সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, তা পুরো বিশ্বকে দেখতে হবে। এই পরিস্থিতিতে কোনো মানুষই বাস করতে পারবে না।

তিনি বলেন, এখন গাজ্জা একটি কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে দুই মিলিয়নেরও বেশি মানুষ আটকা পড়েছে। তারা আর পালিয়ে যেতে পারছে না, তাদের মৌলিক প্রয়োজনীয়তা পূরণের কোনো উপায় নেই।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মকর্তাদের বলেন, ইসরাইলি অবরোধ ও আগ্রাসনের ফলে উত্তর গাজ্জার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে ঠান্ডা, বৃষ্টির মধ্যে এবং ইসরাইলি হামলার অব্যাহত চাপের মধ্যে জীবনযাপন করা মানুষদের জন্য কোনো আশার আলো নেই।

ইউনিসেফের কর্মকর্তা রোজালিয়া বলেন, গাজ্জায় ৯৬ শতাংশ নারী ও শিশু তাদের মৌলিক খাদ্য চাহিদা পূরণ করতে পারছে না। গাজ্জার উত্তরের অঞ্চলটি প্রায় ৭৫ দিন ধরে অবরুদ্ধ, ফলে এখানে মানবিক সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব। শিশুরা শীতে কাঁপছে, পায়ে জুতা নেই এবং খাবারের অভাবে ধুঁকছে।

উল্লেখ্য, ইসরাইলি কর্তৃপক্ষ সম্প্রতি জাতিসংঘের একটি খাদ্য ও পানি সরবরাহের আবেদন নাকচ করে দিয়েছে। এর ফলে, গাজ্জার বিভিন্ন অঞ্চলে থাকা মানুষরা তাদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img