শুক্রবার, মে ১৭, ২০২৪

আজরাবাইজানে প্রতারণার দায়ে ২০টি পাসপোর্টসহ বাংলাদেশি আটক

আজরাবাইজানের রাজধানী বাকুতে প্রতারণার দায়ে ২০টি পাসপোর্টসহ শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশটির ট্রেড নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

ট্রেড নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বাকুতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে দেশটির এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা শহিদুল ইসলামকে আটক করে। তল্লাশির সময় শহিদুল ইসলামের কাছে ২০টি বাংলাদেশি পাসপোর্ট এবং দুটি সিল পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শহিদুল ইসলাম বাংলাদেশিদের আজারবাইজানে নিয়ে ইউরোপের যেকোনও দেশে প্রবেশের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভুয়া ভিসাও পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমটি জানায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img