বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইথিওপিয়ায় ক্ষুধায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু

ইথিওপিয়ার উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে খরাজনিত ক্ষুধার কারণে ৫০ জনেরও বেশি মানুষ এবং প্রায় চার হাজার গবাদি পশু মারা গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

টাইগ্রের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়ের প্রধান গেব্রেহিওত গেব্রেগজিয়াবার বলেন, ৪৬ জন বাস্তুচ্যুত মানুষ ইতিমধ্যে খরার কারণে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মারা গেছে। ইয়েচিলা শহরে এদের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ওয়াগ হেমরার পার্শ্ববর্তী আমহারা এলাকায় খরার কারণে খাদ্যসংকটে কমপক্ষে ছয়জন এবং চার হাজার গবাদি পশু মারা গেছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img