বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জা উপত্যকায় ১৭ লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুত: জাতিসংঘ

গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ১৭ লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী এটি গাজ্জার মোট জনসংখ্যার ৮০ শতাংশ।

গাজ্জা উপত্যকার চলমান যুদ্ধের ৪৭ তম দিনের আপডেট দিয়ে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত ৯ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি তাদের নির্মিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। তবে এসব আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। যার ফলে ৭৯৮ জন ফিলিস্তিনি আহত ও কমপক্ষে ১৯১ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধারণক্ষমতার বেশি শরণার্থী হওয়ায় তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এছাড়াও অতিরিক্ত জনসংখ্যার একত্রে বসবাসের কারণে বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। গোসল করার ক্ষেত্রে প্রতি ৭০০ জনের জন্য একটি ঝর্ণা ও ১৬০ জনের জন্য একটি টয়লেট রয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রতি দুইদিন অন্তর ১২০ লিটার জ্বালানি উপত্যকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই পরিমাণ জ্বালানি এই বিপুল পরিমাণ জনসংখ্যার জন্য যথেষ্ট নয়। তা শুধুমাত্র অর্ধ দিনের প্রয়োজন পূরণে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি বোমা হামলায় ইউএনআরডব্লিউএ-এর ১০৮ জন নিহত হয়েছে।

ভারী বর্ষণ, পানি সংকট ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ফলে বিশেষ করে শিশুদের মধ্যে একটি গণরোগের প্রাদুর্ভাবের গুরুতর হুমকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img