সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর ও তাকে দেখতে ওই হাসপাতালে গিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে খালেদা জিয়াকে দেখতে তার কেবিনে যান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৭টা ২০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়াকে দেখতে তার কেবিনে যান। সেখানে তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসা টিমের সঙ্গে আলোচনা করেন।

খালেদা জিয়াকে দেখতে তার সঙ্গে ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img