বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ভারত।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ হাজার ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৫১১ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ২৪ জন।
নভেম্বরের শেষ সপ্তাহে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। আপাতত তা ৯১ লাখ ৩৯ হাজার ৮৬৬, যার মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৮৬। করোনায় দেশে মোট মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ৭৩৮ জন।
সূত্র: সংবাদ প্রতিদিন