বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জার জন্য পাঠানো তুরস্কের ত্রাণবাহী বিমান পৌঁছেছে মিশরে

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ওষুধ ও চিকিৎসা সামগ্রী বোঝাই একটি তুর্কি বিমান মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি রবিবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ও দুপুরের মধ্যে কায়রোতে অবতরণ করে। এসময় বিমানটিতে ২০ জন পেশাদার স্বাস্থ্যসেবা কর্মী ও বিশেষজ্ঞ ছিলেন।

ঔষধ ও চিকিৎসা সামগ্রীগুলো মূলত মিশর থেকে গাজ্জায় প্রবেশের একমাত্র সীমান্ত রাফাহ দিয়ে ছিটমহলে যাবে।

উল্লেখ্য; অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্তমানে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় ১৫ হাজার গাজ্জাবাসী। গত শনিবার মানবিক সহায়তার উদ্দেশ্যে প্রথমবারের মতো ২০ টি ট্রাক সেখানে প্রবেশ করে। যদিও পুরো গাজ্জাবাসীর জন্য এটি খুব সামান্য বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img