ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘাঁটিকে লক্ষ্য করে গাজায় সারারাত বিমান হামলা চালিয়েছে দখলদার ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেষ রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলী সেনাবাহিনী।
এক টুইটে ইহুদীবাদী সন্ত্রাসীদের এ অবৈধ দেশটির সেনাবাহিনী দাবি করছে যে, যেখানে বিমান হামলা চালানো হয়েছে, সেখানে টানেল ও একটি অস্ত্র কারখানা রয়েছে বলে তারা ধারণা করছে।
স্থানীয় সূতের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানায়, ধারণা করা হচ্ছে, ইজ্জুদ্দীন আল কাসেম ব্রিগেডকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে একটি খামারে হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সশস্ত্র শাখা।