ইনসাফ | সোহেল আহম্মেদ
আর্মেনিয়ান বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ২ হাজার আজারবাইজানীয় পরিবারের জন্য ৪০ টন খাদ্য সহায়তা প্রেরণ করেছে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকিএ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছেছে তুরস্কের এ মানবিক সহায়তা।
এ খাদ্য সহায়তা তাতার, অগাদম এবং বারদা শহরে বসবাসরত ২ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
বাকুতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এরকান ওজোরাল বলেছেন, তুরস্ক সুখে-দুঃখে আজারবাইজানের পাশে আছে এবং থাকবে।
তুরস্ক ও আজারবাইজান ‘দুটি দেশ, একটি জাতি’ এই কথা স্মরণ করিয়ে দিয়ে ওজোরাল বলেন, আমরা তার নিজের জমি বাঁচানোর লড়াইয়ে আজারবাইজানকে পুরোপুরি সমর্থন করি। আমাদের সমর্থন কেবল আমাদের ভাই হওয়ার কারণে নয়, তাদের লড়াই ন্যায়সঙ্গত হওয়ার কারণেও।
সূত্র: আনাদোলু এজেন্সি