মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

আগামী ২ বছরে মঙ্গলে মানববিহীন স্টারশিপ রকেট পাঠাতে যাচ্ছে ইলন মাস্কের স্পেস এক্স

আগামী ২ বছরের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে ভরপুর বলে বিবেচিত মঙ্গল গ্রহে মানববিহীন স্টারশিপ রকেট পাঠাতে যাচ্ছে ইলন মাস্কের স্পেস এক্স।

রবিবার (২২ সেপ্টেম্বর) কোম্পানিটির সিইও ইলন মাস্ক তার এক্স একাউন্টে এই লক্ষ্যমাত্রার কথা জানান।

তিনি বলেন, পৃথিবী-মঙ্গলের ট্রান্সফার উইন্ডো (সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসা) সামনের ২ বছরে যখন খুলবে তখন প্রথম স্টারশিপ রকেট উৎক্ষেপণ করবে স্পেস এক্স। মানববিহীন এসব স্পেস ফ্লাইটের সফলতার উপর নির্ভর করে আগামী ৪ বছরের মধ্যে মঙ্গলে মানব স্পেস ফ্লাইট পরিচালনার বিষয়টি নির্ধারিত হবে। নাহয় মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা আরো ২ বছর পেছাতে হবে।

এর পূর্বে বছরের শুরুতে তিনি ঘোষণা দিয়েছিলেন যে, ৫ বছরের মধ্যে মঙ্গলে মানুষ্যবিহীন স্টারশিপ রকেট অবতরণ করানোর প্রকল্প হাতে নিয়েছেন তিনি। যার আওতায় ৭ বছরের মধ্যে মঙ্গলের মাটি ছুতে পারে স্পেস এক্সের মানুষ বহনকারী পুন:নবায়ন ও পুন:অবতরণযোগ্য রকেট স্টারশিপ।

গত জুনে মঙ্গল মিশনের পরীক্ষানিরীক্ষা সফলভাবে সম্পন্ন করে স্পেস রকেট ইন্ডাস্ট্রিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা এই কোম্পানি। মঙ্গল অভিযানের জন্য নির্মিত মডেলটি সফলভাবে মহাকাশ থেকে হাইপারসনিক প্রত্যাবর্তনের মাধ্যমে ভারত মহাসাগরে অবতরণ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ‘স্টারশিপ’ মহাকাশযানের এমন একটি মডেল যা একই সাথে চন্দ্র ও মঙ্গল অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এই মহাকাশযান বা স্পেস রকেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ অক্ষুণ্ণ অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে সক্ষম। যা পৃথিবীর মহাকাশযান ইতিহাসের এক যুগান্তকারী আবিষ্কার ও অত্যাশ্চর্য ঘটনাগুলোর অন্যতম।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img