ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামিক নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক এস এম সাখাওয়াত হোসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।
রোববার (২৩ আগস্ট) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম সাখাওয়াত হোসাইন ছিলেন সৎসাহসী, নির্লোভ, নির্ভীক ও বিচক্ষন রাজনীতিবিদ। ইসলামি মিডিয়া এবং ইসলামি রাজনীতির অঙ্গনে তার ভুমিকা ছিল প্রশংসনীয়। আন্দোলনে-সংগ্রামে সবার আগে রাজপথে থাকেন এস এম সাখাওয়াত হোসাইন। কাওমী সনদের স্বীকৃতি ও সতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করে গেছেন তিনি। বহু প্রতিভার অধিকারী হাস্যোজ্জল সাখাওয়াত ছিলেন সুন্দর-মার্জিত ব্যবহারের এক বিরল দৃষ্টান্ত। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় তার অপরিসীম ত্যাগ ও কুরবানী জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি একজন স্বচ্চ ইসলামী রাজনীতিবিদকে হারালো। আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা এবং তাঁর এতীম সন্তানদ্বয়সহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করছি।