আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলসের উদ্যোগে “হোম ফর হোমলেস” অর্থাৎ “গৃহহীনদের জন্য গৃহ” প্রকল্পের আওতায় প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাসিমপুর ভান্ডারী পাড়ার একজন গৃহহীন ব্যক্তি কে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
বৃধবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানকে ঘরটি হস্তান্তর করেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলস এর দায়িত্বশীলগন।
এ সময় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তৈয়ব চৌধুরী,কাজী ইকবালুর রহীম,
জসিম উদ্দিন চৌধুরী, আহমদ মনির উদ্দিন, জসিম উদ্দিন, মুহাম্মদ হুমাউন কবির,আফসার উদ্দিন চৌধুরী, আবু নাসের,জি.এম ইকবাল,হাসান মুরাদ,শিমুল দত্ত,ইঞ্জিনিয়ার ইয়াহিয়া ও এডভোকেট শেখ শিকু প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন এর তত্ত্বাবধায়ক রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলস এর চেয়ারম্যান আফসার উদ্দিন চৌধুরী বলেন, গৃহহীনদের জন্য রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলস’র ব্যতিক্রমী এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসিত। এমন মহতি কাজে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা আব্দুর রহমান রোটারি ক্লাব অব চট্টগ্রাম রয়েলসের দায়িত্বশীলদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।