বুধবার, জুন ২৫, ২০২৫

ইসরাইলে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

spot_imgspot_img

সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় ‘অপারেশন গার্ডিয়ান অব দি অল’ অভিযানের নামে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এবার নেতানিয়াহুর চালানো সেই ধংসযেজ্ঞের বিরুদ্ধে জেরুসালেমে বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা এ সময় বলেন, বেশিরভাগ মানুষ নেতানিয়াহুকে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না।

শনিবার (২৩ মে) রাতে নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা সমবেত হন। দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকারবিষয়ক এনজিও এ আন্দোলনের আয়োজন করেছে।

এইন মাটসাভ, ব্লাক ফ্লাগ ও দ্য পিংক ফ্রন্ট সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ হচ্ছে জেরুসালেমে। এ সংগঠনগুলোর নেতারা বলছেন, নেতানিয়াহু ইসরাইল রাষ্ট্রকে একটি অনর্থক যুদ্ধের দিকে টেনে নিয়ে গিয়েছিল। এ যুদ্ধ জনস্বার্থের বিরুদ্ধে। এর মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। যুদ্ধের মাধ্যমে ইসরাইলের সেনাবাহিনীর বদনাম হয়েছে। বিশ্বজুড়ে ইসরাইলের ভাবমূর্তি নষ্ট করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img