রবিবার | ১৩ জুলাই | ২০২৫

বরিশালে ডায়রিয়া ১ জনের মৃত্যু; ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭১

spot_imgspot_img

বরিশালে গত ২৪ ঘণ্টায় ৩৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে পিরোজপুরের নাজিরপুরে মারা গেছে একজন। বিভাগে এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ এএসএম আহসান কবির জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় আক্রান্ত হয়েছে ৩৭১ জন। এর মধ্যে বরিশালে ৫১ জন, পটুয়াখালীতে ৬২ জন, ভোলা ১শ ১২ জন, পিরোজপুর ৭৮ জন, বরগুনায় ৪০ জন ও ঝালকাঠিতে ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধ নিহারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিভাগে ডায়রিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২২ এবং আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৯২ জন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। টিউবওয়েলের পানি ব্যবহার না করে পুকুর ও খালের পানি ব্যবহার করায় এ মৌসুমে ডায়রিয়া দেখা দিয়েছে। তবে সম্মিলিত উদ্যোগে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার চেষ্টা চলছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img