রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইনসাফ এগিয়ে যাবে উম্মাহর স্বার্থে

শাহাদাত তালুকদার | অনলাইন এক্টিভিস্ট


ছোট থেকেই স্বপ্ন দেখতাম, ইসলামি ঘরানার শক্তিশালী একটা পত্রিকার। সে জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মাসিক এবং পাক্ষিক পত্রিকায় কদিন লেখালেখি করেছিলামও, কিন্তু আমার মনমানসিকতার সাথে গতানুগতিক পত্রিকার মাইন্ড মিলে না তাইবারবার পিছিয়ে যেতাম।

ফেসবুকের কল্যাণে ইনসাফের সম্পাদক সাহেবের সাথে এই নিয়ে অনেক কথা হয়, নাম নির্ধারণ থেকে শুরু করে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সাথে কথা হতো অনেক।

উনার সাথে আলোচনা করে মনে হল যে,এই অনলাইন নিউজপোর্টলই এক সময় উম্মাহর কাজে আসবে। কারণ সম্পাদক সাহেবের পরিবার এবং তাঁর নিজের নিয়ত একদম স্বচ্ছ ছিল। যা আমাকে অনেক স্বস্তি দিয়েছে।

সেই অর্ধযুগ আগের স্বপ্নগুলাে বাস্তবতায় ইনসাফের প্রতিটি নিউজে যেন এখনো খুজে পাই। আমার শ্রদ্ধেয় মুরব্বি এবং ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজ ইনসাফের অর্ধযুগ পেরিয়ে চলেছে।

অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল! ইনসাফ তুমি এগিয়ে যাও উম্মাহর স্বার্থে। ইনশাআল্লাহ তার ন্যায্য উপহার আল্লাহই দিবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img