ইনসাফের ৬ষ্ঠ বর্ষ পূর্তিতে সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অরাজনৈতিক ও আর্তসামাজিক সংগঠন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক মূসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
নেতৃদ্বয় বলেন, আমাদের মাঝে যে কাজের চিন্তা ছিলো না। সে কাজটিই প্রথম শুরু করলেন সম্পাদক সাইয়্যেদ মাইফুজ খন্দকার। যদিও কাজটি ছিলো অনেক কঠিন ও কন্টকাকীর্ণ তবু মাহফুজ ভাই সাহস ও উদ্দীপনায় একঝাক নবীন ও তরুনদের নিয়ে এগিয়ে যাচ্ছে। ইনসাফের আরেকটি ব্যতিক্রম আয়োজন ছিল ইনসাফ শো।
ইনসাফ অতীতের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আগামী দিনেও ভূমিকা রাখবে এটা জাতির প্রত্যাশা। ইনসাফ এর সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসা সময়ের দাবী।