সিরিয়ার এক কোটিরও বেশি নাগরিকদের জন্য এই মুহূর্তে জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সহকারী মহাসচিব জয়সী মুসয়া।
বৃহস্পতিবার জাতিসংঘের একটি বৈঠকে তিনি বলেন, “সিরিয়ায় ৭ লাখেরও বেশি নাগরিক অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত হয়েছে। প্রায় ১ কোটি ৩ লাখ সিরিয়ানদের জন্য জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন।”
তিনি আরো বলেন, গত পাঁচ বছর ধরে, ৫ বছরের নিচে থাকা শিশুদের মধ্যে অপুষ্টি প্রায় তিনগুণ বেড়েছে। চলতি বছরে প্রায় ৫ লাখ শিশুর জন্য জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন।
মুসয়া বলেন, গত দুই বছরে ঔষধের দাম প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবা গুলোও কমে আসছে। গত বছরের শেষের দিকে প্রায় ৪৯টি চিকিৎসা কেন্দ্র আংশিক অথবা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
সূত্র নর্থ প্রেস এজেন্সি