সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আফগানিস্তানে দূতাবাস চালু করল আজারবাইজান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে দূতাবাস চালু করেছে ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী মুসলিম দেশ আজারবাইজান। খুব শীঘ্রই সেখানে রাষ্ট্রদূত পাঠানো হবে বলেও জানানো হয়েছে বাকুর পক্ষ থেকে।

শুক্রবার আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু ও কাবুলে এর দূতাবাস চালু করেছে আজারবাইজান। আফগানিস্তানও খুব শীঘ্রই বাকুতে দূতাবাস চালু করবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটি একটি নতুন পদক্ষেপ যা উভয় দেশের জন্য উপকারী হবে।”

সেই সঙ্গে আফগানিস্তানের সাথে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতিও আহ্বান জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ।

প্রসঙ্গত, নাগোর্নো-কারাবাখ ইস্যুতে আজারবাইজানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img