আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখের বেশি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে বলে জন্স হপকিন্স ইউনিভার্সিটির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আল জাজিরা।
করোনাভাইরাসে আমেরিকায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার ৫২৬। আর বিশ্বে মোট মৃত্যু ২৪ লাখ ৮৪ হাজার ৭৫০।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ২৭৬ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের।