ফিলিস্তিনের পশ্চিমতীরের বুরকিন এলাকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কুতায়বা আল সালাবি (৩০) এবং মোহাম্মাদ নাজেল (২৫) নামে দুইজন যোদ্ধা শহীদ হয়েছেন। তারা উভয়ে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের সদস্য ছিলেন।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা।
বিবৃতিতে হামাস জানায়, গতকাল সন্ধ্যায় বুরকিন শহরে একটি বাড়িতে দুই হামাস যোদ্ধাকে ঘেরাও করে ইসরাইলি বাহিনী। এরপর তারা শত্রু বাহিনীর সাথে বীরত্বপূর্ণ সঙ্ঘাতে লিপ্ত হন। এ সময় ইসরাইলি বাহিনীর হামলায় তারা উভয়ে শহীদ হন।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের লাশ এখনো ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : আল জাজিরা