মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ার পরপরই বাব আল-মান্দিব অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে কায়রো।
মিশরের রাষ্ট্রপতি ভবনের বিবৃতি অনুযায়ী, বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক সামগ্রিক সংস্থার সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডোমিঙ্গেজের সঙ্গে এক বৈঠকে এ বিষয়টি জানান তিনি।
বৈঠকে বাব আল-মান্দেব প্রণালীর পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা অর্জনের উপায় নিয়ে আলোচনা করেছেন উভয়েই।
আল-সিসি মিশরের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তির পর এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পুনরুদ্ধারের একটি অংশ।
প্রসঙ্গত, লোহিত সাগর এবং বাব আল-মান্দেব অঞ্চলে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে ২০২৪ সালে সুয়েজ খালের আয় প্রায় ৭ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। যা শুধুমাত্র মিশরের বাণিজ্য নয়, বৈশ্বিক বাণিজ্যের স্থায়িত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।
এদিকে, গত বৃহস্পতিবার ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথি জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের সমর্থনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে মোট ১ হাজার ২৫৫টি অভিযান চালিয়েছে তারা।
তিনি আরো বলেন, আমরা গাজ্জার যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ চালিয়ে যাব। যদি ইসরায়েল কোনো লঙ্ঘন, গণহত্যা বা অবরোধ চালায়, তবে ফিলিস্তিনি জনগণের জন্য অবিলম্বে সামরিক সহায়তা প্রদান করা হবে।”
সূত্র: মিডল ইস্ট মনিটর