গত দুইদিন ধরে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই ঘটনায় অন্তত ২ হাজার ফিলিস্তিনি পরিবারকে ঘর ছাড়া করেছে ইসরাইলি বাহিনী। ফলে মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জেনিন পৌরসভার জনসংযোগ কর্মকর্তা বশীর মাতাহিন বার্তা সংস্থা আনাদোলু’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারগুলো আশপাশের গ্রামে পালিয়ে গেছে। কিন্তু তারা খাদ্য, পানি এবং ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণে অক্ষম।
বশীর আরো বলেন, ইসরাইলি বাহিনীর বাধার মুখে স্থানীয় ও বেসরকারি সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো সহায়তা দিতে পারছে না। গ্রামের সাধারণ মানুষ নিজ উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা যথেষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর অবরোধের কারণে শিবিরটি পুরোপুরি বিচ্ছিন্ন। অসুস্থ ও বৃদ্ধদের পায়ে হেঁটে শিবির ছাড়তে হয়েছে। এই পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সূত্র: মিডল ইস্ট মনিটর