অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় শত শত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের এমেক শাভেক নামে একটি সংস্থা।
সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে এ বিষয়টি জানায় সংস্থাটি।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ইসরাইলি সরকারকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই। যে আইন অনুযায়ী গাজ্জার সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো রক্ষার কথা বলা হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “সামরিক উদ্দেশ্যে সাংস্কৃতিক স্থানগুলো ব্যবহার করা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে বলে আমরা সকল পক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছি।”
প্রসঙ্গত, গাজ্জায় প্রাচীন নিদর্শন, ঐতিহাসিক ভবন, জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র, স্মৃতিস্তম্ভ ও গ্রন্থাগার সহ শত শত ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
ইসরাইলি সংস্থাটির দাবি, চলমান যুদ্ধে ঐতিহ্যবাহী স্থানগুলোর ৬০ শতাংশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। যার মধ্যে মুসলিম খলিফা ওমর আল ফারুকের নামে নির্মিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদও রয়েছে। এছাড়াও খ্রিস্টানদের বিখ্যাত গির্জা সেন্ট পোরফিরিয়াসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি