ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস ও হিন্দুত্ববাদী বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেছে। এঘটনায় রণক্ষত্রের চেহারা নেয় পুরো এলাকা। এমনটি
বিজেপি কর্মীকে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তাদের এক কর্মী গুলিবিদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে নেতাজির জন্ম জয়ন্তী পালন নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ বাধে। তাদের কর্মীদের এলাকায় পতাকা লাগাতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দফায় দফায় বোমাবাজি হয়। কয়েকটি বাইক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় র্যাফ। সংঘর্ষের মাঝেই এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর মেলে। প্রমোদ দুবে নামে ওই বিজেপি কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও তিনজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া