চট্টগ্রাম সর্বদলীয় ফিলিস্তিন সংগতি পরিষদের ব্যবস্থাপনায় ফিলিস্তিনে গনহত্যা বন্ধের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ডিসেম্বর) নগরীর জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসার মাঠে মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লালখান বাজার মহিলা মাদরাসার শিক্ষক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লালখান বাজার মাদরাসার শিক্ষা পরিচালক ও হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার, চট্টগ্রাম দারুল উলুম কালিম মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. এটিএম তাহের, সদ্য কারামুক্ত মুফতী আমীর হামজা,বিশিষ্ট লেখক খালেদ সাইফুল্লাহ, বি-বাড়ীয়া জামিয়া রাহমানীয়া বেলতলার সহকারী মুহতামিম মুফতী আমানুল হক,লালখান বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাফর সাদেক,মুফতী আব্দুল আজিজ ফেনী, মুফতী ইসমাইল নোয়াখালী, মাওলানা আরিফুল ইসলাম, খেলাফত যুবমজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, কবি মাহমুদুল হাসান নিজামী, সাংবাদিক মাওলানা মাহবুবুল মান্নান, মাওলানা ক্বারি ফজলুল করিম জিহাদি ও মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমুখ।
সমাবেশ থেকে নিম্নোক্ত দাবীসমূহ উত্থাপন করা হয়-
১.সর্বপ্রথম দখলদার ইসরাঈলী বাহিনীকে অধিকৃত ফিলিস্তিনের ভূখন্ড থেকে সরে যেতে হবে। ২.অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। ৩.ইসরাঈলের সাথে সকল মুসলিম রাষ্ট্রসমূহকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ৪.ইসরাঈলী পন্য সবাইকে বর্জন করতে হবে ইত্যাদি।