শুক্রবার, মে ১৭, ২০২৪

ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা করছে সরকার: মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ক্ষমতাসীনদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা করছে সরকার।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় ছিল তারাই এই মেরামতযোগ্য অকার্যকর রাষ্ট্রব্যবস্থার সুযোগ নিয়েছে। ইতোপূর্বে ক্ষমতায় থাকা সবগুলো দলের প্রবণতা একই রকম ছিলো ও আছে।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, দেশে বিগত ৫২ বছরে কোনও সরকারই একটি টেকসই ও গ্রহণযোগ্য নির্বাচন
ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। বিরোধী দল রাষ্ট্র মেরামতের কথা বললেও নির্বাচন ব্যবস্থার বিষয়ে নতুন কোন টেকসই প্রস্তাবনা দিতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ জানুয়ারীর জাতীয় সম্মেলনে এ বিষয়ে পুর্ণাঙ্গ ও টেকসই একটি রূপরেখা দিবে।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর পর ডাণ্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানোর যে ঘটনার অবতারনা করা হয়েছে তা
দেশের শাসন কাঠামো, নীতি-পদ্ধতি পুরোনো উপনিবেশিক আমলের ঘটনা মনে করিয়ে দেয়। এ ধরনের মানবতাবিরোধী অপকর্ম বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্যে চরম লজ্জাকর ঘটনা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img