শুক্রবার, মে ১৭, ২০২৪

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয় বাইডেন সরকার: রুশ রাষ্ট্রদূত

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফরের উদ্দেশ্য হলো রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে তিনি মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেন।

রুশ রাষ্ট্রদূত আমেরিকা সফরকালে দেওয়া জেলেনস্কির বক্তব্য-বিবৃতি উল্লেখ করে বলেন, জো বাইডেন সরকার ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মোটেও আগ্রহী নয়।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ওয়াশিংটন তাদের প্রযুক্তিগত শক্তি সামর্থ, অস্ত্রশস্ত্র এবং গোয়েন্দা সক্ষমতা কিয়েভের উপর কেন্দ্রিভূত করেছে। তাদের পাগলামিপূর্ণ ধারণা হলো ওই যুদ্ধে রাশিয়া পরাজিত হবে এবং তারা সেটা কভার করবে।

তিনি বলেন, কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে ওই ধরনের অস্ত্র এবং সেসব অস্ত্র ব্যবহারকারীরা হবে রুশ সেনাদের বৈধ লক্ষ্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img