শুক্রবার, মে ১৭, ২০২৪

ফিলিস্তিনি শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে ইসরাইল

পশ্চিমতীরে ফিলিস্তিনি শিক্ষার্থীদের স্কুলে যেতে প্রতিনিয়ত বাধা দিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ওয়াফা নিউজ এজেন্সি।

পশ্চিমতীরের তুকু পৌরসভার প্রধান মুসা আল-শায়ের বলেন, দখলদার ইসরাইলি বাহিনী শিক্ষার্থীদের স্কুলের দিকে যাওয়ার প্রধান বাইপাস সড়কে বাধা প্রদান করে। যার কারণে শিক্ষার্থীরা বিপদজনক রাস্তা অতিক্রম করে স্কুলে পৌঁছানোর চেষ্টা করে। তবে এসব বিপদজনক রাস্তা ধরে অনেক শিক্ষার্থীর পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ইসরাইলি হামলা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানায়, তুকু শহরের স্কুলগুলি ইসরাইলি সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তারা স্কুল লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়রা জানায়, স্কুলগুলো জোর করে দখল করার জন্যই তারা শিক্ষার্থীদের সাথে এরকম আচরণ করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img