শুক্রবার, মে ১৭, ২০২৪

ফিলিস্তিনি কিশোরের মাথায় গুলি করেছে ইসরাইল

১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে জেরুসালেমের আবু দিস শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৭ বছর বয়সী ওই কিশোরের পরিবারের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। সে প্রতিরোধ করলে তাকে গুলি করে দখলদাররা। এতে কিশোরটি গুরুতর আহত হয়েছিল। তবে তার বর্তমান অবস্থা স্থিতিশীল।

চলতি বছর পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর আক্রমণে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩৩ জন শিশু রয়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক বছর এটি।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img