শুক্রবার, মে ১৭, ২০২৪

বিএনপি নেতৃত্বাধীন জোট ভেঙে হচ্ছে আরও দুই জোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট ভাঙা-গড়ার রাজনীতি চলছে। চলছে নতুন মেরুকরণ৷ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বর্তমানে নিষ্ক্রিয়।

কয়েকদিন আগে এই জোটের কয়েকটি দলের সঙ্গে নতুন কয়েকটি দল যুক্ত হয়ে গঠন করা হয়েছে ৭ দলের ‘গণতন্ত্র মঞ্চ’৷ এখন ১২ দল মিলে গঠন করা হচ্ছে ‘জাতীয়তাবাদী ঐক্যজোট’৷

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এই জোটের আত্মপ্রকাশ হবে। এ মাসেই নতুন সাতটি দল মিলে ঘোষণা আসছে আরও একটি জোটের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এখন আর নেই। নতুন জোট যেগুলো হচ্ছে আমরা তাদের স্বাগত জানাই৷ আমাদের সবার লক্ষ্য অভিন্ন৷ পৃথক প্লাটফর্ম থেকে আমরা ঐক্যভাবে আন্দোলন করব৷ সবার উদ্দেশ্য সরকারের পতন ঘটানো।

বৃহস্পতিবার যে জোটটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম দেওয়া হয়েছে ‘জাতীয়তাবাদী ঐক্যজোট’৷ সমমনা ১২ দল মিলে গঠন করা হচ্ছে এই জোট৷ এই জোটের শরিক দলগুলোর সবাই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল৷ এ ছাড়া আগামী ৩০ ডিসেম্বর সমমনা ৭ দল মিলে নতুন একটি জোট গঠন করছে। তবে এসব জোটের কোনোটিতেই থাকছে না প্রধান শরিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img