বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বিএনপি রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চাচ্ছে: দাবি ইনুর

রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তার দাবি, যারা অংশ না নিয়ে সংলাপকে নাটক বলছেন, তারা আসলে রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চাচ্ছে। বিএনপি তো আসলে নির্বাচনটাকেই বানচাল করতে চায়, এজন্য দলটি সংলাপে যেতে চায় না।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, আইনি কাঠামো না থাকার কারণে অনুসন্ধানমূলক কমিটির মাধ্যমে ইসি গঠনের উদ্যোগ ভালো। এই সংলাপ গ্রহণযোগ্য হবে।

জাসদ সভাপতি বলেন, ইসি গঠনে দক্ষ লোক নিতে হবে, যে পেশা থেকেই আসুক। রাষ্ট্রপতি বলেছেন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হবে। সার্চ কমিটি প্রতি ইসির পদে দু’জন করে নাম দেবে। রাষ্ট্রপতি তা থেকে বাছাই করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img