তালেবানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর আবারও আফগানিস্তানে দূতাবাস চালু করেছে আরব আমিরাত।
সোমবার (২২ নভেম্বর) এব টুইট বার্তায় আফগান তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দূতাবাস চালু করেছে। এটি ইতিবাচক পদক্ষেপ। ইউএই ও আফগানিস্তানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, যা আরও মজবুত করা দরকার।
১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর বিশ্বের অনেক দেশের মতো আরব আমিরাতও নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়। তখন থেকেই সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে আসছে তালেবানের নেতৃত্বাধীন আফঘান সরকার। এরপর ধারাবাহিকভাবে একাধিক দেশে আবারও কাবুলে দূতাবাস চালু করে।