মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

গাজ্জা-লেবাননে ত্রাণবাহী ২টি বিমান পাঠাচ্ছে পাকিস্তান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় মৃত্যুপুরী ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা ও লেবাননে ত্রাণবাহী ২টি বিমান পাঠাচ্ছে পাকিস্তান।

মঙ্গলবার (২২ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দেন।

পাক প্রধানমন্ত্রীর অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আকাশপথ ছাড়া স্থলপথেও ট্রাকের মাধ্যমে গাজ্জা ও লেবাননে ত্রাণসামগ্রী পাঠাতে নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রাণসামগ্রী বিতরণে গাজ্জা, লেবানন, জর্দান ও মিসরে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পাক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, ইসরাইলি হামলা ও অবরোধের কারণে ফিলিস্তিন ও লেবাননের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী সরবরাহে সমস্যা হচ্ছে।

সূত্র: বিবিসি উর্দু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img