বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় ব্যাপক ইসরাইলী হামলা; আরও ৫৫ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। রাতের আঁধারে চালানো ভয়াবহ এই হামলায় কমপক্ষে আরও ৫৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হামলায় ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি।

রোববার (২২ অক্টোবর) গাজ্জার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজায় রাতভর বিমান হামলায় অন্তত ৫৫ জন শহীদ হয়েছেন বলে জানিয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গাজা উপত্যকায় বিমান হামলা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা হয়।

ইসরাইলী বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, এই হামলা সীমান্তের আশপাশে থাকা ইসরাইলী বাহিনীর ঝুঁকি কমাতে সাহায্য করবে। তিনি গাজ্জার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য আরও দক্ষিণে সরে যেতে বলেছেন, বিশেষ করে যারা গাজা শহরে বসবাস করছেন।

পৃথকভাবে, অধিকৃত পশ্চিমতীরে আরও মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অধিকৃত ওই ভূখণ্ডে চালানো হামলার সময় জেনিনের একটি মসজিদে বোমাবর্ষণ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী ওই মসজিদকে “সন্ত্রাসীদের কমান্ড সেন্টার” হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে আল জাজিরা বলেছে, গাজ্জায় খান ইউনিসে ইসরাইলের হামলায় অন্তত ১১ জন শহীদ হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা অনুসারে, গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিসের একটি ক্যাফেতে ইসরাইলী হামলায় কমপক্ষে ১১ ফিলিস্তিনি শহীদ এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img