বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনার কাছে ভিক্ষা চাই না। আজকে আমাদের এই আন্দোলন জনগণের আন্দোলন। খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনাকে দিতে হবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারলে খালেদা জিয়াকে কেউ কারাগারে রাখতে পারবে না।
শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এর জবাব দিতে হবে সরকারকে। পুলিশ চোর পাহারা দেওয়ার জন্য। চোর ধরার জন্য পুলিশ সন্ত্রাস পাহারা দেওয়ার জন্য নয়, সন্ত্রাস ধরার জন্য।