সোমবার, নভেম্বর ১১, ২০২৪

পদ-পদবির জন্য রাজনীতি করতে আসি নাই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য। বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসেবে ছিলাম, আছি এবং কর্মী হিসেবেই মরতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার একজন অতি সাধারণ কর্মী হিসেবেই থাকতে চাই। পদ-পদবির জন্য রাজনীতি করতে আসি নাই।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর রাইফেলস ক্লাবে সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় একটি সমাবেশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, বিশেষ করে বিএনপি, জামায়াত, স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তিকে দাওয়াত দিয়ে বলেছেন নারায়ণগঞ্জের সম্মেলন দেখার জন্য। দলের সাধারণ সম্পাদকের এই কথার মধ্যে প্রমাণ হয়, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও আমার দলের নারায়ণগঞ্জের প্রতি অগাধ বিশ্বাস আছে। দলের এই আত্মবিশ্বাসের ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই আমরা চেষ্টা করছি এমন একটি সম্মেলন করতে যেন তৃণমূল চাঙ্গা হয়ে ওঠে এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তি উজ্জীবিত হয়। ব্যাপক গণজমায়েতের মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খল করে যেন সম্মেলন শেষ করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৮ সালে আমাকে মন্ত্রী হবার জন্য বলা হয়েছিল এবং ২০১১ সালে আমাকে জেলা আওয়ামী লীগের সভাপতি হবার জন্য বলা হয়েছিল, এটা সত্যি। আমি মানুষটাই এ রকম। আমি হলাম আদর-স্নেহের ও ভালোবাসার কাঙ্গাল। বিশেষ করে আমার মায়ের অবর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি মা ডাকি। এখানে আমরা যারা আছি, সবাই তাই ভাবি। জাতির পিতার রেখে যাওয়া দুই কন্যা এবং সেই পরিবার থেকে যেই আদর স্নেহ এবং ভালোবাসা পেয়েছি, আমার কাছে সেটিই বড় পাওয়া। নাসিম ওসমান সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবারকে নিয়ে যেই ভষণ দিয়েছেন, আসলে এরপর আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই।

আমি পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আমি জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী না। আমি মনে করি এখানে যোগ্য নেতৃত্ব আছে। আমার সঙ্গে এখানে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, তারা সকলেই অত্যন্ত ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যিনি রাজপথের নেতা ও ত্যাগী নেতা, মাথার ওপর মুরব্বির দরকার আছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভাই, তিনিও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা। যারা আছেন, তাদের পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে সিদ্ধান্ত নেবে কেন্দ্র ও কাউন্সিলররা।

আগামী ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা হবে- বিএনপি নেতা আমান উল্লাহ আমানের এমন বক্তব্য প্রসঙ্গে শামীম ওসমান বলেন, আমান ভাই আমার অনেক প্রিয় মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই। আমার মনে হয় তারা হতাশা থেকে এসব কথা বলছেন। তারা যখন দেখেন এত কিছু করছি, কিন্তু জনগণ সঙ্গে নাই। তখন ডিপ্রেশন থেকে এসব কথা বলেন। আমি আল্লাহর কাছে তাদের আশু রোগমুক্তি কামনা করি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img