নেপালে আকস্মিক সফরে গিয়েছেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং (র)-এর প্রধান সামন্ত কুমার গোয়েল। তার সফরের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে তিনি কাঠমান্ডু পৌছেন।
‘র’ প্রধানের নেতৃত্বে ৯ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে দুপুর ১২টা ৪৫ মিনিটে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে সূত্র জানিয়েছে।
গত বছর জুনে ‘র’ প্রধান নিযুক্ত হওয়ার পর এটা গোয়েলের দ্বিতীয় নেপাল সফর। ২০১৯ সালে সালের ২০ জুলাই তিন দিনের সফরে তিনি নেপাল যান।
নেপালে ভারতীয় সেনাপ্রধান এমএম নারাভানের সফরের কয়েক সপ্তাহ আগে আকস্মিকভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের সফর অনেক প্রশ্ন সৃষ্টি করেছে।
নেপালের সেনা সদর দফতর জানায়, নভেম্বরে ভারতীয় সেনাপ্রধান কাঠমান্ডু সফরে আসছেন। তবে তার সফরের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি সেনা কর্তৃপক্ষ।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও রিপাবলিকা