বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আজ পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

সোমবার (২২ এপ্রিল) তিন দিনের সফরে যাচ্ছেন তিনি। বিশেষ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি প্রেসিডেন্টের সফরের বিষয়টি জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, তিনি আসছেন। আমরা তাদের স্বাগত জানাই। এই সফর হবে ২২, ২৩ ও ২৪ এপ্রিল। আমরা স্বভাবতই এর জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছি।

দার এই ধারণা নাকচ করে দেন যে ইসরাইলের সাথে ইরানের সাম্প্রতিক সামরিক অচলাবস্থার কারণে ইসলামাবাদ ও তেহরান রায়িসির সফর বাতিল করতে পারে।

দার বলেন, এই ঘটনার অনেক মাস, অনেক সপ্তাহ আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল।

মঙ্গলবার দার ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তারা উভয়ই গাজ্জায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানান, তবে ইসরাইলে আক্রমণ করার জন্য ইরানকে কিছু বলা থেকে বিরত থাকেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ভয়েস অব আমেরিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img