স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি ও শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ইস্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী। লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রটারি মাওলানা মামুনুল হক।
আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম, সহকারী মহাসচিব মাওলানা জসীম উদ্দীন, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতী শরীফ উল্লাহ, মালানা ফয়সাল প্রমুখ।