মঙ্গলবার, মে ১৪, ২০২৪

তুরস্ক-সিরিয়া সীমান্তে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮

তুরস্ক ও সিরিয়া সীমান্তে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়।

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারহেতিন কোচা বলেছেন, সোমবার রাতের ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের পর অনেক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। কারণ, সেগুলোর ভবনে ফাটল দেখা দিয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ভবনে প্রবেশ না করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

সূত্র : পার্সটুডে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img