সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে বিকৃতরুচির ট্রান্সজেন্ডার গল্প ‘শরীফ থেকে শরীফা’ নিয়ে প্রতিবাদ জানানোর জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আসিফ মাহতাব উৎস ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেছেন। তবে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো চুক্তির আওতায় নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তার কর্মীদের এবং তাদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়টি তার অনুষদ এবং ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখে এবং সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং কলিগগত (সহকর্মী) আচরণের প্রচার করে।
এদিকে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইলও ডিজেবল করা হয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহতাব। সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।
ই-মেইল ডিজেবলের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল ডিজেবল করে দেওয়া হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।